তৃপ্তির সাথে রণবীরের ঘনিষ্ঠ সেই দৃশ্যের অনুমতি দিয়েছিলেন আলিয়া


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪


তৃপ্তির সাথে রণবীরের ঘনিষ্ঠ সেই দৃশ্যের অনুমতি দিয়েছিলেন আলিয়া
তৃপ্তি-রণবীর-আলিয়া | ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর কাপুর ‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন। এই সিনেমাতে অভিনেতার বিধ্বংসী রূপই দেখেছেন ভক্ত-সমর্থকরা। সেইসাথে অভিনেত্রী রাশমিকা মান্দানা ও তৃপ্তি দিমরির সাথে রণবীরের খোলামেলা সাহসী দৃশ্য আলাদাভাবে নজর কেড়েছে দর্শক মহলের।


বিশেষ করে তৃপ্তির সাথে অভিনেতার অন্তরঙ্গ দৃশ্য আলাদা করে আলোচনার সৃষ্টি করেছে বলিউডপাড়ায়। কারণ এই দৃশ্যে নগ্ন অবস্থায় দেখা গেছে দুই তারকাকেই। যেটা নিয়ে সিনেমা মুক্তির পর থেকেই নেট দুনিয়ায় ঝড় বইছে।


আরও পড়ুন: একসাথেই বসবাস করছেন বিজয়-রাশ্মিকা


অনেকেই প্রশ্ন তুলেছেন যে, রণবীরের অন্তরঙ্গ এই দৃশ্যে অনুমতি ছিল স্ত্রী আলিয়া ভাটের? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানালেন, স্ত্রীর অনুমতি নিয়েই দৃশ্যটি করেছেন তিনি। এমনকি স্বামীকে টিপসও দিয়েছিলেন আলিয়া। 


একটি ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয়, ছবিতে তৃপ্তির দিমরির সাথে যে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন, তা দেখে স্ত্রী আলিয়া ভ্যাটের প্রতিক্রিয়া কী!


প্রশ্নের উত্তরে রণবীর বলেছেন, আলিয়াকে আমি আগেই জানিয়েছিলাম। ওর সম্মতি নেয়ার জন্য। তবে ও খুব সহজভাবেই নিয়েছিল বিষয়টা। এমনকি সে আমাকে বেশকিছু টিপসও দিয়েছিল।


আরও পড়ুন: নতুন বউয়ের মুখে সিগারেট, বিতর্কে আমির কন‍্যা


রণবীরের সাথে খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী তৃপ্তিও। তিনি বলেন, বুলবুল সিনেমার ধর্ষণের দৃশ্যে অভিনয় করার চেয়ে ‘অ্যানিমেল’র দৃশ্যে অভিনয় করা অনেকটা সহজ ছিল। রণবীরের সাথে এমন দৃশ্য শুট করার সময় রুমে শুধু রণবীর, আমি, পরিচালক আর ক্যামেরাম্যানই ছিলাম। রণবীর বারবার আমার কাছে জানতে চেয়েছিল যে, আমি সম্পূর্ণ ঠিক আছি কি না। দারুণ সাপোর্ট পেয়েছি রণবীর কাপুরের। এজন্য আমার কোনো অসুবিধাই হয়নি। সেহেতু এই দৃশ্য নিয়ে অকারণে সমালোচনা না করাই ভালো হবে।


প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন এবং ববি দেওলকে সিনেমাতে প্রধান খলনায়কের চরিত্রে দেখা গেছে। হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালয়ালম– এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমাটি।


এমএল/