‘নির্বাচনের আগে নিজেদের স্বার্থে আমেরিকা ইস্যু তৈরি করে’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৭ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪


‘নির্বাচনের আগে নিজেদের স্বার্থে আমেরিকা ইস্যু তৈরি করে’
কথা বলছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন - ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের  স্বার্থের জন্য কিছু ইস্যু তৈরি করেছিল উল্লেখ করে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, তারা কিছু আদায় করতে পারবে ভেবে এ রকম কিছু করে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করেছেন। 


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ২টার দিকে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্স বাসায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মোমেন।


আরও পড়ুন: রাজবাড়ী ও গোয়ালন্দের বন্ধ হওয়া সকল ট্রেন চালু হবে: রেলমন্ত্রী


বিএনপিকে ইঙ্গিত করে মোমেন বলেন, “আমাদের বিরোধীদল (বিএনপি) অসহযোগ করে। তাদের অভিযোগ মিথ্যে প্রমাণিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমার দল ও নৌকাকে জনগণ ভোট দিয়ে স্থায়িত্ব এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। এজন্য তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।”


আরও পড়ুন: দেশের ৪৯ শতাংশ পানিতে ক্যান্সারের জীবাণু: গবেষণা


তিনি বলেন, “সিলেটের জনগণ আমাকে ভোট দিয়েছেন। এখানে একটি সুন্দর নির্বাচন হয়েছে। আমি নির্বাচিত হওয়ার পর আমাকে অনেকে ফোন দিয়ে কান্নাকাটি করেছেন। তারা যে আমাকে এতো পছন্দ করেন তা আমি জানতাম না। তাদের ভালবাসায় আমি নিজেকে ধন্য মনে করি।”


জেবি/এসবি