হিজাব পরায় ছাত্রীদের প্রবেশ করতে দিল না উত্তর প্রদেশের কলেজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
এবার বোরখা পড়ে আসায় ছাত্রীদের প্রবেশ করতে দিল না। এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আলিগড়ের ডিগ্রি কলেজে। উত্তর প্রদেশের আলিগড় কলেজে হিজাব পড়ে আসে কিছু ছাত্রী আর তাই ডুকতে দেওয়া হয়নি।
শনিবার (১২
মার্চ) হিজাব পড়া মুসলিম মেয়েদের
কলেজে প্রবেশ করতে না দেওয়ায়
নিরুপায় হয়ে তারা বাড়ি
ফিরে আসে। বিএসসির শেষ
বর্ষের এক ছাত্রী সাংবাদিকদের
জানান, কলেজে প্রবেশের সময় তিনি হিজাব
পড়েছিলেন, যা কলেজ প্রশাসন
খুলতে বলে । ওই
ছাত্রী হিজাব ছাড়া কোথাও যাবেন
না বলে জানায়।
প্রসঙ্গত, শুক্রবার এক ছাত্রী হিজাব পড়ে ক্লাসে আসলে তাকে নকল করে এক ছাত্র গেরুয়া স্কার্ফ পড়ে ক্লাসে আসে। এই ব্যাপারটি কলেজ প্রশাসনের নজরে পড়ে, পরেদিন ড্রেস কোড নিয়ে কঠোরতা দেখায় তারা। কলেজের এক আধিকারিক সাংবাদিকদের জানান, কলেজের একটি ড্রেস কোড রয়েছে এবং সবাইকে তা অনুসরণ করতে হবে। কলেজের অপর আধিকারিক জানান, শিক্ষার্থীদের কলেজের নিয়ম