প্রথম বলেই মাশরাফির উইকেট, দর্শকদের উল্লাস
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০:৪২ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

দুপুর বেলার সেই দর্শক সন্ধ্যার পরে অনেকটাই কমে এসেছিল। মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দর্শকরাই বেশি ছিল। তাদের পরাজয় যে গ্যালারির দর্শক কিছুটা কমিয়ে দিয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্টাইকার্সের ম্যাচের দ্বিতীয় ইনিংসে দর্শক কমলো আরও অনেকটা। মাঘের তীব্র শীতের দাপটে অনেকেই ধরেছেন বাসার পথ।
এরপরও অবশ্য বলার মতো কিছু দর্শক মাঠে উপস্থিত ছিলেন। বিশেষ করে ইস্টার্ন গ্যালারিতে দর্শক ছিলেন। শোরগোলের প্রায় সবটাই আসছিল সেখান থেকেই। সিলেটের হয়ে মাশরাফি বিন মর্তুজা বোলিংয়ে আসতেই যেন আওয়াজ খানিক মাত্রায় বেড়ে গেল। ক্রিকেট থেকে অনেকটা দূরে সরে গেলেও এখনও তার জনপ্রিয়তায় যে সামান্যও ভাটা পড়েনি, সেটাই যেন জানান দিলেন মিরপুরের হাজারখানেক দর্শকরা!
আরও পড়ুন: জাকিরের ব্যাটিং নৈপুণ্যে লড়াকু সংগ্রহ পেল সিলেট
মাশরাফি শুরু থেকে খেলবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে টসের সময়েই কেটে গেল সব শঙ্কা। এদিন মাশরাফি নেমেছেন সিলেটের অধিনায়ক হয়েই। যদিও তাকে ব্যাট করতে নামতে হয়নি। কিন্তু বোলিংটা ঠিকই করেছেন। আর তাতে দর্শকরাও বরণ করে নিয়েছেন ২২ গজের প্রিয় নেতাকে। অবশ্য মাশরাফি যে পরিপূর্ণ ফিট না, তা বোঝা গেল ফিল্ডিংয়ের সময়ই।
বোলিং করতে এসেও খুব বড় রানআপ নেননি মাশরাফি বিন মর্তুজা। অনেকটা স্পিনারদের মতোই বল করেছেন। তবে সাবেক টাইগার অধিনায়কের বল হাতে যে কোনো দাপট কমেনি, তা টের পাওয়া গেল শুরুর দিকেই। প্রথম বলেই তিনি ফিরিয়েছেন চট্টগ্রামের ওপেনার ব্যাটার ইমরান উযজামানকে।
আরও পড়ুন: জাতীয় দলের ক্যাপ্টেন হতে চান তাসকিনও
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময়েও ঠিকমতো হাঁটতে পারছিলেন না তিনি। এরপর একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের পর হাঁটুর অপারেশন করাবেন বলেও জানিয়েছিলেন ম্যাশ। এই অবস্থাতেও শুরু থেকে তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী ছিল সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ।
এমএল/