হাইভোল্টেজ ম্যাচে সাকিব-তামিম মুখোমুখি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

মিরপুর শেরে-ই বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে দিনের প্রথমেই শুরু হবে হাইভোল্টেজ ম্যাচ। কেননা শনিবার (২০ জানুয়ারি) মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। তবে এসব ছাড়িয়ে লড়াইটা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে। আর সেই ম্যাচেরই ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গিয়েছে। যেখানে প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
ফলে দিনের প্রথমেই নুরুল হাসান সোহানের দলকে ব্যাট করতে হবে। মিরপুরের এই নতুন উইকেটে আগে বল করাই যথাযথ সিদ্ধান্ত বলে মনে করেন তামিম। অন্যদিকে সোহান জানান তার দলের লক্ষ্য হবে স্কোরবোর্ডে ১৭০ এর অধিক রান যোগ করা।
আরও পড়ুন: প্রথম বলেই মাশরাফির উইকেট, দর্শকদের উল্লাস
রংপুর রাইডার্স একাদশ-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, মোহাম্মদ নবী, শেখ মেহেদী, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং এবং সালমান এরশাদ।
ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শোয়েব মালিক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান ও দুনিথ ওয়েলালাগে।
এমএল/