উখিয়ায় ‘ইজিবাইকের ধাক্কা খেয়ে অটোরিকশা চাপায়’ রোহিঙ্গা নিহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪


উখিয়ায় ‘ইজিবাইকের ধাক্কা খেয়ে অটোরিকশা চাপায়’ রোহিঙ্গা নিহত
ফাইল ছবি।

কক্সবাজারের উখিয়ায় ‘ইজিবাইকের ধাক্কা খেয়ে অটোরিকশা চাপায়’ পথচারী এক রোহিঙ্গা নিহত হয়েছে।


শনিবার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।


আরও পড়ুন: কক্সবাজারে আইস ও ইয়াবাসহ আটক ২


নিহত গুরা মিয়া (৭২) উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।


স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, দুপুরে উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় গুরা মিয়াকে উখিয়া স্টেশনমুখি একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর পড়ে যান। এসময় একই দিক থেকে আসা একটি অটোরিকশা গুরা মিয়াকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই ইজিবাইক চালক গাড়ীটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত গুরা মিয়াকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: চকরিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু


ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি স্থানীয়রা জব্দ করে পুলিশকে তুলে দিয়েছে।


শামীম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই নিহতের লাশ স্বজনরা হাসপাতাল থেকে বাড়ীতে নিয়ে যায়। ঘটনার ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।


আরএক্স/