মারুফের ৫ উইকেটের পরও চ্যালেঞ্জিং টার্গেট দিলো ভারত


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪


মারুফের ৫ উইকেটের পরও চ্যালেঞ্জিং টার্গেট দিলো ভারত
মারুফ মৃধা | ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নতুন বলে দুর্দান্ত শুরু করেছিলেন পেস বোলার মারুফ মৃধা। তার পেস আর সুইং সামলাতে গিয়ে ৩১ রানেই ভারতের টপ অর্ডার দুই ব্যাটার সাজঘরে। এরপর আদার্শ সিং ও উদয় সাহারানের ব্যাটে ভর করে ১১৬ রানের অনবদ্য জুটিতে ঘুরে দাঁড়ায় ভারতের যুবারা। শেষ দিকে আভানিশ ও শচীন দাসের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ভারতীয় যুবারা। এদিন বাংলাদেশের হয়ে একাই ৫ উইকেট শিকার করেছেন মারুফ মৃধা।


শনিবার (২০ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫১ রান সংগ্রহ করে ভারতীয় দল। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন ব্যাটার আদার্শ সিং। অন্যদিকে ৮ ওভারে এক মেইডেনসহ ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন ইনিংসের সেরা বোলার মারুফ।


আরও পড়ুন: ভারতীয় শিবিরে মারুফের জোড়া আঘাত


ব্লোমফন্টেইনে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার আর্শিন কুলকার্নিকে হারায় ভারতীয় শিবির। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে ছিলেন যুবা টাইগার মারুফ। এই পেসারের অফ স্টাম্পের বাইরে করা বলে পুশ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন কুলকার্নি। এরপরে অষ্টম ওভারে আবারও আঘাত হানেন মারুফ। এবার তার দ্বিতীয় শিকার হয়েছেন মুশের খান।


৩১ রানে দুই উইকেট হারানো ভারতকে খাদের কিনারা থেকে টেনে তোলেন আদার্শ ও সাহারান। চতুর্থ উইকেট জুটিতে ১১৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৯৪ বলে ৬৪ রানের দারুণ নক এসেছে ভারত অধিনায়কের ব্যাট থেকে। মিডল অর্ডারে প্রিয়াংশু মলিয়া ও আর্ভেলি আভানিশ থিতু হয়েও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। এই দুজনকেও প্যাভিলীয়নের পথ ধরান মারুফ।


আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর্দা উঠছে আজ, টাইগারদের খেলা যেদিন


এরপর মুরুগান আভিষেককেও দ্রুতই ফিরিয়েছেন এই পেসার। তাতে ইনিংসে পাঁচ উইকেট শিকারের মাইলফলক পূর্ণ করেন মারুফ মৃধা। এছাড়া একটি করে উইকেট থলিতে ভরেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও মাহফুজুর রহমান রাব্বি।


এমএল/