৫০ ফুট পানির নিচে রজনীগন্ধা, উদ্ধার কাজ অব্যাহত


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪


৫০ ফুট পানির নিচে রজনীগন্ধা, উদ্ধার কাজ অব্যাহত
ছবি: সংগৃহীত

প্রায় ৫০ ফুটবলের নিচে রয়েছে মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরী রজনীগন্ধা। ডুবে যাওয়া ফেরীটি সনাক্ত করেছে উদ্ধার কাজের অংশ নেয়া ডুবুরি দল। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ফেরীটিকে উদ্ধার করার চেষ্টা করছে।


শনিবার (২০ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার অভিযান। ডুবন্ত ফেরী রজনীগন্ধা উদ্ধারে চেষ্টা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কপোরেশন (বিআইডব্লিউটিসি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ডুবন্ত ফেরী থেকে এখন পর্যন্ত ৬টি পণ্যবাহী ট্রাক ও নিখোঁজ ফেরীর সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবীরকে উদ্ধার করা সম্ভব হয়নি।


বিআইডব্লিউটিসি'র আরিচা অফিসের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের ডুবে যাওয়া ফেরীটি উদ্ধারের সক্ষমতা নেই। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে উদ্ধার কাজ করছে প্রত্যয়। ডুবুরি দল নদীতে ডুবে থাকা ফেরীটি শনাক্ত করেছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে ফেরী ও ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা করছি।


আরও পড়ুন: ফেরিডুবি: কারণ জানালেন বেঁচে যাওয়া যাত্রীরা


জানা যায় গত বুধবার রজনীগন্ধা ইউটিলিটি ফেরী সকাল ৮ টার দিকে দৌলতদিয়া থেকে ৭টি ছোট ট্রাক ও দুটি বড় ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। পাটুরিয়ার কাছাকাছি এসে ঘন কুয়াশার কারণে নোঙ্গর করে থাকে। সকাল ৮টার দিকে এটি দুর্ঘটনায় পতিত হয়। ফেরীর সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবীরের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।


আরও পড়ুন: বাল্কহেডের ধাক্কায় নয়, তলা ফেটে ফেরিডুবি: নৌপুলিশ


ফেরীটি উদ্ধারে বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা উদ্ধারকাজে অংশ নেই। বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।


জেবি/এসবি