২০২৪ সালেই বিয়েটা করে ফেলব: রুদ্রনীল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার সময়ের অনেকেই বিয়ে করে সংসার শুরু করেছেন কিন্তু এখনও অবিবাহিত রয়ে গেলেন। এদিকে তিনি বিয়ে করেছেন কবে তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরাও। অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় এ অভিনেতা।
সম্প্রতি বন্ধু পরমব্রতর বিয়েতে গিয়ে নাকি তারও এবার বিয়ের সাধ জেগেছে। আর তাই এবার জানালেন কবে নাগাদ বিয়ে করছেন তিনি।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানালেন, ২০২৪ সালেই বিয়েটা করে ফেলবেন রুদ্রনীল।
আরও পড়ুন: হ্যাঁ, আমি হাসের মতো হাঁটি: মালাইকা আরোরা
রুদ্রনীল বলেন, “এবার বিয়েটা করেই ফেলব। ২০২৪ সালেই বিয়েটা করব, এ কথা আপনাদের সকলকে জানিয়ে রাখলাম। পরমটাও বিয়ে করে নিলো। আমি,পরম, রাজ, কাঞ্চন একটা টিম ছিলাম। রাজ ও কাঞ্চন তো আগেই বিয়ে করেছে।”
তিনি আরও বলেন, “আমি আর পরম একটা জুটি ছিলাম। পরমও বিয়েটা করে নিলো, এখন আমি দলছুট। ২০২৪ সালেই বিয়েটা করব। এই কথা আপনাদের সবাইকে জানিয়ে রাখলাম।”
আরও পড়ুন: বিয়ের পরেই নাম বদলে ফেললেন সানা জাভেদ
তবে কাকাএ কাকে বিয়ে করতে যাচ্ছেন রুদ্রনীল? সেটা জানার জন্য মুখিয়ে রয়েছেন অভিনেতার ভক্তরা।
এ প্রসঙ্গে অভিনেতা জানান, পাত্রী এখনো ঠিক হয়নি। তবে পাত্রীর খোঁজ চলছে। নিজের মনের মতো কাউকে পেলেই বিয়ে করে ফেলব। সূত্র : নিউজ ১৮
জেবি/এসবি