শাড়ি পড়ে সৌদি আরবের অনুষ্ঠানে আলিয়া ভাট
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭:৪১ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪
পরনে লাল-নীল ও সোনালি প্রিন্টেড ডিজাইনের শাড়ি, সাথে আছে অফ শোল্ডার ব্লাউজ। সৌদি আরবের রিয়াদে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে এভাবেই দেখা গেল।
খোলা চুল, কানে লম্বা দুল— আলিয়া মঞ্চে হাজির হয়েছিলেন অনারারি এন্টারটেইনমেন্ট মেকারস অ্যাওয়ার্ড গ্রহণ করতে। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পাপারাজ্জিদের ক্যামেরায় একের পর এক পোজ দিয়ে ছবি তুলেছেনেএই অভিনেত্রী।
এরপর পুরষ্কার নেওয়ার জন্য মঞ্চে উঠে ট্রফি হাতে আলিয়া বলেন, ‘সিনেমার জন্য, আমাদের সবাইকে এক ছাদের নিচে আনতে যে দেশ (সৌদি আরব) এত কিছু করছে, সেই দেশে আসতে পারাটা সৌভাগ্যের বিষয়। এমন এক অনুষ্ঠান আয়োজনের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।’
আরও পড়ুন: হ্যাঁ, আমি হাসের মতো হাঁটি: মালাইকা আরোরা
তিনি বলেন, ‘এটা সত্যিই অসাধারণ একটি রাত আমার জন্য। আমি সিনেমার প্রতি আসক্ত, শুধু এইটুকুই জানি। মনে হয় জন্মের সময় ‘লাইটস, ক্যামেরা, অ্যাকশন’- এইসব কথাগুলোর মাঝেই জন্ম হয়েছিল। আর আমার কাছে সিনেমা মানে এটাই।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘আজ রাতে যখন বাসায় ফিরে যাব, আমার সাথে সিনেমার প্রতি ভালোবাসা এবং রিয়াদে এসে যে ভালোবাসা পেয়েছি সেটা সাথে করে নিয়ে যাব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এখানে সিনেমার যাদু আছে।’
অন্যদিকে সৌদি আরবে অভিনেত্রী আলিয়া ভাটকে এমন পোশাকে দেখে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এদের মধ্যে কেউ কেউ তাকে সাহসী বলেও সম্বোধন করেছেন। আবার একজন লিখেছেন, ‘এই পোশাকে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। শাড়িতে খুব মানায় আপনাকে।’
আরও পড়ুন: তৃপ্তির সাথে রণবীরের ঘনিষ্ঠ সেই দৃশ্যের অনুমতি দিয়েছিলেন আলিয়া
অন্যকারো মন্তব্য, ‘আলিয়া যেভাবে শাড়ি পরেন, সেটা সকলেরই অনেক পছন্দ। এই অভিনেত্রীকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে।’ কেউবা বলেছেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হচ্ছেন আলিয়া ভাট! সকলের প্রশংসা পাচ্ছেন। আপনি সামনে এগিয়ে যান!’
এদিকে, এই অভিনেত্রীকে সবশেষ দেখা গেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাতে। করণ জোহর পরিচালিত এই সিনেমাতে আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অভিনেতা রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় প্রমুখ। আলিয়াকে শীঘ্রই দেখা যাবে পরিচালক ভাসান বালার পরবর্তী ‘জিগরা’ সিনেমাতে। নতুন এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন করণ জোহর ও আলিয়া ভাট নিজেই। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমাটি।
এমএল/