রেললাইনে বসে খেলছিল গেম, প্রাণ গেল ২ স্কুল ছাত্রের


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২৮ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪


রেললাইনে বসে খেলছিল গেম, প্রাণ গেল ২ স্কুল ছাত্রের
ফাইল ছবি

জামালপুরে মেলান্দহে রেললাইনে বসে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। দুপুর দেড়টার দিকে দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।


সোমবার (২২ জানুয়ারি) মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালককে হত্যা, গ্রেফতার ৩


তিনি জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে ওই দুই ছাত্র মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এ সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই ছাত্রের মৃত্যু হয়।


তবে ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি।


নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।


জেবি/এজে