ময়মনসিংহে অটোরিকশায় ট্রাকের ধাক্কা প্রাণ গেল ৩ জনের

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় কালভার্ট তৈরির কাজ চলছে।
বিজ্ঞাপন
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অটোরিকশায় ট্রাক ধাক্কা লেগে অটোরিকশার যাত্রী মা ও মেয়েসহ ৩ জনের প্রাণহানি হয়েছে। এতে দুই জন আহত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) বেলা ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত ব্যক্তিরা হলেন, মুক্তাগাছা উপজেলার বিনোদবাড়ী মানপুর গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৩৫), তাদের মেয়ে আদিবা (৩) এবং দাওগাঁও ইউনিয়নের পল্লি চিকিৎসক মৃনাল চন্দ্র দাস (৪২)।
বিজ্ঞাপন
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ তথ্যটি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় কালভার্ট তৈরির কাজ চলছে। যে কারণে রাস্তার একপাশ দিয়ে গাড়ি চলাচল করছে। অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসার জন্য রাস্তার একপাশে উঠার সময় টাঙ্গাইলগামী ট্রাক সেটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মা ও মেয়েসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় আরও দুই জন। পরে আহত দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ময়মনসিংহ-৩ আসনে নৌকার পপি জয়ী
বিজ্ঞাপন
ওসি মো. ফারুক আহমেদ বলেন, “ট্রাক চালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
জেবি/এসবি








