ফেরি ডুবি: নিখোঁজ সহকারী ড্রাইভারের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৮ পিএম, ২২শে জানুয়ারী ২০২৪

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি রজনীগন্ধা-৭ ডুবির প্রায় ৫ দিন পরে নিখোঁজ ফেরির সহকারী ড্রাইভার হুমায়ুন কবিরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (২২ জানুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তালহা বিন জসিম জানান, মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে রজনীগন্ধা ফেরি ডুবে যাওয়ার ঘটনায় নিখোজ ফেরির সহকারী ড্রাইভার হুমায়ুন কবিরের মৃতদেহ ঘটনাস্থল থেকে আনুমানিক ০৭/০৮ কিলোমিটার দূরে বাহাদুরপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় বিকেল ৪টা ৩০ মিনিটে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আরও পড়ুন: ফেরি উদ্ধারে যোগ দিল ‘রুস্তম’
এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা বাল্কহেডের ধাক্কায় তলা ফেটে পদ্মা নদীতে ডুবে যায়। এসময় ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে। বিআইডব্লিউটিএ'র উদ্ধারকারী জাহাজ উদ্ধার অভিযান উদ্ধার অভিযান চলমান রেখেছে।
জেবি/এসবি