মুশফিকের ব্যাটে ভর করে বরিশালের বড় সংগ্রহ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪


মুশফিকের ব্যাটে ভর করে বরিশালের বড় সংগ্রহ
মুশফিকুর রহিম | ছবি: সংগৃহীত

ফরচুন বরিশাল বিপিএলে ষষ্ঠ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচে আগে ব্যাট করে খুলনাকে বড় রানের লক্ষ্য দিয়েছে তামিম ইকবালের দল।


সোমবার (২২ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও, নিজের ইনিংস বড় করতে পারেনি আফগান তারকা ইব্রাহিম জাদরান। ১৬ বলের বিনিময়ে ১১ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। এরপর ক্রিজে এসেই ব্যাট চালাতে শুরু করেন ওয়ান ডাউনে নামা সৌম্য সরকার। ১০ বলে ১৭ রান করে রান আউটের স্বীকার হন এই টাইগার ক্রিকেটার।


আরও পড়ুন: বিপিএল খেলতে ঢাকার পথে বাবর আজম


তবে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে রান তুলতে থাকেন অভিজ্ঞ বাটার ওপেনার তামিম ইকবাল। ৩৩ বলে ৪০ রান করে তামিম ফিরে গেলেও, অপর প্রান্তে থিতু হন মুশফিকুর রহিম। মাত্র ৩২ বলে নিজের ফিফটি পূরণ করেন ডান হাতি এই ব্যাটার। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। ১৯ বলে ২৭ রান করে আউট হন অলরাউন্ডার রিয়াদ।


শেষ দিকে শোয়েব মালিকের ৫ রান এবং মুশফিকুর রহিমের ৩৯ বলে অপরাজিত ৬৮ রানে ভর করে চার উইকেট হারিয়ে ১৮৭ রানের বড় সংগ্রহ দাড় করায় ফরচুন বরিশাল। খুলনার জয় পেতে হলে করতে হবে ১৮৮ রান।


এদিন খুলনা টাইগার্সের হয়ে মুকিদুল ইসলাম, ওশানে থমাস ও নাসুম আহমেদ একটি করে উইকেট স্বীকার করেন।


এমএল/