আশরাফুলের সমালোচনার জবাব দিলেন মাশরাফী


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪


আশরাফুলের সমালোচনার জবাব দিলেন মাশরাফী
মাশরাফী বিন মোত্তর্জা | ফাইল ছবি

বিপিএলের দশম আসরে টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে গত আসরের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স। মাশরাফী দল সবশেষ রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও এই ম্যাচে বল করেননি সাবেক এই টাইগার কাপ্তান। তাই বিপিএল খেলা তার জন্য আদর্শ কি না সিলেট অধিনায়ককে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়।


মঙ্গলবার (২৩ জানুয়ারি) ম্যাচের আগে মাশরাফীর বিপিএল খেলা নিয়ে সমালোচনা করেন একসময়কার তারই সতীর্থ মোহাম্মদ আশরাফুল। মাশরাফী খেলার কারণে রেজাউর রহমান রাজার মতো তরুণ পেসাররা সুযোগ পাচ্ছেন না বলে দাবি করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। আর এ নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় মাশরাফী বিন মোর্ত্তজাকেও।


আরও পড়ুন: মাশরাফিকে খেলানোয় রঙ হারাচ্ছে বিপিএল: আশরাফুল


জবাবে ম্যাশ বলেন, সব জিনিস সবসময় ব্যাখ্যা করা যায় না। অবশ্যই আমি যেটা মনে করেছি সেটা আদর্শ পরিস্থিতি না। আর কে খেললে ভালো হতো, সেটি পরের বিষয়। এবং সেটা টিমের বিষয়। দেখা গেল ওকে না খেলিয়ে টিম ম্যানেজম্যান্ট আরেকজনকে খেলাতে পারে। সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কে খেললে কী ভালো হতো, সেটা নিয়ে তো আর দল কারও সাথে আলোচনায় বসতে যাবে না। কিন্তু যেটা আপনি বলছেন আদর্শ পরিস্থিতি অবশ্যই সেটাই হওয়া উচিত।


এখনও খেলে যাওয়া কি ভালোবাসার কারণেই? এমন প্রশ্ন শুরুতেই গিয়েছিল এই অধিনায়কের কাছে। জবাবে তিনি তখন বলেন, সেটা অবশ্যই। সত্যি বলতে গেলে আদর্শ পরিস্থিতিতে না হলে ভালো হয়। আমার সবকিছুই ঠিক আছে। শুধু হাঁটুর সমস্যাটা একটু হচ্ছে। যেটা খুব ভালো কিন্তু এখন ভোগাচ্ছে।


এমএল/