দেশের ফুটবলে সহযোগিতার আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৫ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪


দেশের ফুটবলে সহযোগিতার আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী
বাফুফে কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় পাপন

ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েই কোমর বেঁধে নেমে পড়েছেন নাজমুল হাসান পাপন। ক্রীড়াঙ্গনকে নতুন রূপে ফেরাতে শুরু করেছেন তৎপরতা, এখানে 'গুড গভর্নেন্স' নিশ্চিত করতে চান তিনি। আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।


পাপন বলেছেন, ‘কোনও বিশেষ ফেডারেশনের জন্য নয়, ক্রীড়ার সকল ক্ষেত্রেই গুড গভর্নেন্স নিশ্চিত করা হবে। আর যারা ব্যত্যয় ঘটাবে, তারা অবশ্যই পরবর্তীতে সরকার থেকে কোনও সহযোগিতা পাবে না।’


এসময়ে ক্রীড়াঙ্গনকে অগ্রসরমান করতে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসার আহ্বান জানান ক্রীড়ামন্ত্রী। ফুটবলকে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা উল্লেখ করে মন্ত্রী বলেছেন, ‘আমাদের নারী ফুটবলাররা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে। পুরুষরাও ভালো করছে। তারা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।’


আরও পড়ুন: ভবিষ্যৎ পরিকল্পনা জানতে অপেক্ষা করতে হবে: ক্রীড়ামন্ত্রী


ফুটবলের সমস্যা সম্পর্কে অবগত পাপন, ‘ফুটবলে কিছু সমস্যা রয়েছে। ফুটবল ফেডারেশনের মাঠ সংকট রয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজ চলমান। এটি শেষ করার জন্য ৩১ ডিসেম্বর ডেডলাইন রয়েছে। এটি যেন আর না পেছায়, সেদিকে আমরা সচেষ্ট থাকবো। ইতোমধ্যে আমি দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দিয়েছি। তারপরও বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকৃত চিত্র সশরীরে দেখতে চাই। দেখে এসে পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নিতে পারবো।’ 


পাপন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামও পরির্দশন করবেন বলে জানিয়েছেন, ‘কমলাপুর স্টেডিয়ামে সংস্কারের বিষয়টিও আমরা ভাবছি। কমলাপুর স্টেডিয়াম যদি আরও উন্নত করা যায়, তাহলে সেখানেও ফুটবল ফেডারেশন অনেক টুর্নামেন্ট আয়োজন বা নানাভাবে ব্যবহার করতে পারে।’


ফুটবল ফেডারেশনের প্রস্তাবিত বাজেট বিষয়ে মন্ত্রী বলেন, ‘ফুটবলের ব্যাপ্তি অত্যন্ত বেশি। দেশে-বিদেশে খেলায় অংশগ্রহণে নানা ব্যয় হয়ে থাকে। ফলে তাদের বাজেটের চাহিদাও বেশি থাকবে, এটাই স্বাভাবিক। ফুটবলসহ অন্যান্য খেলাধুলাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও এগিয়ে আসার আহবান জানাই।’


হকিকে দেশের আরেক সম্ভাবনাময় খেলা উল্লেখ করে ক্রীড়ামন্ত্রী বলেছেন, ‘হকির সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বেশ কিছু বিষয় নির্ধারণ করেছি। যেগুলো করতে হবে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। হকি ফেডারেশন মওলানা ভাসানী স্টেডিয়ামে ইনডোর হকির ব্যবস্থা করতে চায়। আমি বলেছি সেটা করা সম্ভব। সেজন্য আমি হকি স্টেডিয়াম পরির্দশনে যাবো। ইনডোর হকিতেও বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে।’