ড্র করেও ফাইনালের টিকিট পেল লিভারপুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪

ফুলহ্যামের সাথে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে ১-১ গোল ব্যবধানে ড্র করেও লিগ কাপের ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। ফেব্রুয়ারি ওয়েম্বলিতে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ থাকবে চেলসি।
এর আগে, প্রথম লেগে ২-১ গোলে জয়ী হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল দলটি। তারই ধারাবাহিকতায় দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে ফুলহ্যামের বিদায় ঘটিয়েছে অল-রেডসরা।
আরও পড়ুন: আজীবন সম্মাননা পেলেন বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি
ক্রাভন কটেজে রুইস দিয়াজের গোলে ম্যাচের ১১ মিনিটেই লিড নিয়েছিল সফরকারী দলটি। জার্গেন ক্লপের দল এই গোলের পরই সহজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু মাঠে বেশ কিছু সুযোগ নষ্ট করেছে তারা।
এরপর ম্যাচের ৭৬তম মিনিটে গোল করে ফুলহ্যামকে সমতায় ফেরান ইসা ডিওপে। ম্যাচের শেষদিকে বেশ চাপ সৃষ্টি করলেও শেষ পর্যন্ত অবশ্য আর পেরে ওঠেনি ফুলহ্যাম দলটি।
আরও পড়ুন: পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে চেলসির বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে অল-রেডসের ১৪তম লিগ কাপের ফাইনাল। ২০২২ সালের ফাইনালেও মুখোমুখি লড়াইয়ে দেখা গিয়েছিল এই দুই দলকে। অল-রেডসরা রেকর্ড ৯ বারের মতো লিগ কাপের শিরোপা ঘরে তুলেছে।
অন্যদিকে সেমিফাইনালে চেলসি মিডলসব্রোকে দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে। ২০১৫ সালে সর্বশেষ শিরোপা জয়ী দল চেলসি পাঁচবার লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছে।
এমএল/