বাংলাদেশের প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৭ অপরাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৪


বাংলাদেশের প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা
আব্দুর রহমান | ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় বাংলাদেশের প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। 


বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: কৃষকের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে : কৃষিমন্ত্রী 


প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন। এ সময় প্রকল্প পরিচালক আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। 


উল্লেখ, বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, সম্ভাবনা ও করণীয় বিষয়ে দেশের গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিহার্য। এ খাতের অবদান তুলে ধরার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের অবহিত করা, উদ্বুদ্ধ করা ও গবেষণাধর্মী প্রতিবেদন প্রণয়নে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশের প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে।


এমএল/