Logo

মেসির মায়ামি এখন তৃতীয় দামি ক্লাব

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জানুয়ারী, ২০২৪, ২২:২৮
61Shares
মেসির মায়ামি এখন তৃতীয় দামি ক্লাব
ছবি: সংগৃহীত

খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’ এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিশ্বসেরা তারকা ফুটবলার লিওনেল মেসিকে দলে ভেড়ানোয় আয় বৃদ্ধি পেয়েছে ইন্টার মায়ামির। বর্তমানে মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাবের তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ক্লাবটি।  খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’ এ তথ্য জানায়।

মেসি ক্লবটিতে যোগ দেওয়ার আগে বাজারমূল্যের দিক থেকে এমএলএসের ২৯টি ক্লাবের মধ্যে ১০ নম্বরে ছিল ইন্টার মায়ামি। মাত্র এক বছরের কম সময়ের ব্যবধানে সেই ক্লাবটিই স৭ ধাপ এগিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এই ক্লাবের দাম গেল এক বছরে বেড়েছে ৭৪ শতাংশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে মেসির ইন্টার মায়ামির বাজারমূল্য ১০২ কোটি ডলার। ১১৫ কোটি ডলার বাজারমূল্যের লস অ্যাঞ্জেলেস এফসি আছে সব দলের শীর্ষে। তাদের থেকে ১০ কোটি ডলার কমে ১০৫ কোটি ডলার বাজারমূল্য নিয়ে দ্বিতীয় স্থানে আছে আটলান্টা ইউনাইটেড।

বিজ্ঞাপন

১০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে তালিকার ৪ নম্বরে আছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। এবারই প্রথম এমএলএসের ৪টি ক্লাবের বাজারমূল্য শত কোটি ডলার ছুঁয়েছে। গেল বছর প্রথম ক্লাব হিসেবে এই অঙ্ক ছুঁয়েছিল লস অ্যাঞ্জেলেস এফসি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD