বিরোধী দলীয় নেতা জিএম কাদের, আনিসুল ইসলাম উপনেতা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪


বিরোধী দলীয় নেতা জিএম কাদের, আনিসুল ইসলাম উপনেতা
জি এম কাদের - আনিসুল ইসলাম মাহমদু | ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা এবং কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমদুকে উপনেতা করা হয়েছে। 


রবিবার (২৮ জানুয়ারি)  এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।


আরও পড়ুন: দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে পারব: পররাষ্ট্রমন্ত্রী


সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলনেতা গোলাম মোহাম্মদ কাদের (২১ রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২(১)(ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা এবং “বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১” মোতাবেক ২৮২ চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে মাননীয় স্পীকার স্বীকৃতি প্রদান করেছেন।”


স্পিকারের আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়।


আরও পড়ুন: করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ায়: ডিজি


প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ২২৪ আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ আ. লীগ। নির্বাচনে দল হিসেবে জাতীয় পার্টি লাঙল প্রতীকে দ্বিতীয় সর্বোচ্চ ১১ আসনে জয়লাভ করেছে। 


জেবি/এসবি