করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ায়: ডিজি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়।
রবিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এ তথ্য জানান। এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সামন্ত লাল সেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পুনরায় আলোচনা হবে: চীনা রাষ্ট্রদূত
করোনার নতুন ধরনের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে মহাপরিচালক বলেন, “করোনার নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়ায়। কিন্তু এতে প্রাণহানির শঙ্কা কম। এই ভ্যারিয়েন্টের এগেনেস্টে আমাদের যে ভ্যাকসিন আছে, সেটা কার্যকরি এবং এটা দেওয়ার পদক্ষেপ নিয়েছি।”
নিউমোনিয়া নিয়ে এক প্রশ্নের তিনি বলেন, “এই সিজনে অন্যান্য বছরের তুলনায় অবশ্যই নিউমোনিয়ার প্রকোপ অনেক বেশি। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলো রোগীতে ভর্তি হয়ে গেছে।”
আরও পড়ুন: শিশু আয়ানের মৃত্যু: অধিদফতরের তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
মহাপরিচালক বলেন, “আমাদের বাতাসে যে পরিমাণ ধুলা-বালি, ময়লা আছে তা খুব একটা সুখকর নয়। আমরা মাস্ক পরতে বলছি। সাধারণ স্বাস্থ্য বিধি মেনে চলতে বলছি। আমরা ফ্রন্ট লাইনে যেমন ডাক্তার আছেন, তাদের আমরা বলছি আমাদের টিকা আছে, আপনারা টিকা নিয়ে নেবেন।”
জেবি/এসবি