শিশু আয়ানের মৃত্যু: অধিদফতরের তদন্ত প্রতিবেদন নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪
ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের তদন্ত প্রতিবেদনে হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চে প্রতিবেদনটি জমা দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (আইন) পরিমল কুমার পাল ।
এদিকে, এদিন সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আরও পড়ুন: আয়ানের মৃত্যুর মতো ঘটনা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তদন্ত রিপোর্ট হাইকোর্টে জমা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এখনই কিছু বললে কনটেম্পট অব কোর্ট হয়ে যায় যাবে। তাই এখনই কিছু বলতে চাইছি না।”
আরও পড়ুন: গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে সন্ধ্যায় বসবেন প্রধানমন্ত্রী
রিপোর্টে যে সুপারিশ করা হয়েছে সেই সাথে উচ্চ আদালতের রায় মিলিয়ে ব্যবস্থা করা হবে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, “কোনো হাসপাতাল অবৈধ ও লাইসেন্স ছাড়া কাজ করলে তাদের কার্যক্রম বন্ধ করা হবে।”
জেবি/এসবি