আয়ানের মৃত্যুর মতো ঘটনা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৮ পিএম, ১৮ই জানুয়ারী ২০২৪


আয়ানের মৃত্যুর মতো ঘটনা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
শিশু আয়ান - ফাইল ছবি

শিশু আয়ানের মৃত্যুর মতো ঘটনা কেন ঘটে সে ব্যাপারে তদন্ত করতে প্রয়োজনীয় নিদর্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সংবর্ধনায় এ কথা জানান তিনি।


আরও পড়ুন: ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী


স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমার কিছু চাওয়া নেই। আমি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাবো।” দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে দেশের চিকিৎসক, নার্স, স্টাফসহ সবার সহযোগিতা চান তিনি।


আরও পড়ুন: সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না: সিইসি


তাছাড়া দেশের বাইরে যাতে আর কোনো মানুষ চিকিৎসা নিতে না যায় সে ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে চিকিৎসক ও নার্সদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।


জেবি/এসবি