৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ পিএম, ১৮ই জানুয়ারী ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামী ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।
আরও পড়ুন: উগান্ডা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, এখনও সফরের বিস্তারিত সূচি চূড়ান্ত হয়নি। তবে এই সফর ৩ দিনের হতে পারে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। পরে ১১ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। দায়িত্ব নেওয়ার পর এটাই হতে যাচ্ছে নতুন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর।
জেবি/এজে
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টার ভাঙচুর, বাস চলাচল বন্ধ

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী চেয়েছে দুদক

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ দায়িত্ব গ্রহণ
