স্বতন্ত্র এমপিদের যা বললেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪


স্বতন্ত্র এমপিদের যা বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি: সংগৃহীত

দুর্নীতির বিরুদ্ধে আ. লীগ সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন।


রবিবার (২৮ জানুয়ারি) নি‌জের সরকারি বাসভবন গণভব‌নে স্বতন্ত্র এমপিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।


প্রধানমন্ত্রীর তার সরকারের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নী‌তি অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত ক‌রেন। 


আরও পড়ুন: বিরোধী দলীয় নেতা জিএম কাদের, আনিসুল ইসলাম উপনেতা


স্বতন্ত্র এমপিদের উদ্দেশে তিনি বলেন, “তাদের নির্বাচনি এলাকায় যদি কেউ ভূমিহীন, গৃহহীন থাকেন- তাদের ঘর তৈরি করে দেওয়া হ‌বে।”


আরও পড়ুন: দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে পারব: পররাষ্ট্রমন্ত্রী


যেসব প্রকল্প দেশের মানুষের জন্য অর্থবহ, সেসব প্রকল্প গ্রহণ করতে সংসদ সদস্যদের আহ্বান জানান তিনি।


জেবি/এসবি