রনক রায়হানের কথা-সুরে শফি মন্ডলের ১০ গান


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪


রনক রায়হানের কথা-সুরে শফি মন্ডলের ১০ গান
শফিমন্ডল - রনক রায়হান | ছবি: সংগৃহীত

‘আমার কেহ নাইরে বন্ধু বিচার দিমু কারে’, ‘আমার বুকের ভিতর কি যন্ত্রণা’, ‘জল দিলে বারে দ্বিগুণ’ শিরোনামের গানের সাফল্যের পর এবার আসছে সাধক বাউল শফি মন্ডলের কণ্ঠে সময়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার রনক রায়হানের কথা ও সুরে দশটি ফোক বিচ্ছেদী ঘরনার গান।


আটটি গানের সংগীত আয়োজন করছেন সংগীত পরিচালক এস ডি সাগর এবং দুটি গানের সংগীত আয়োজনে রয়েছেন সিমুল দীপ বিজন।


আরও পড়ুন: শাবনূর বললেন, সবারই ভুল ভাঙবে


গানগুলো তরঙ্গ মিউজিক সেন্টার, সাদিয়া ভিসিডি সেন্টার এবং ইমন খান এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশ করা হবে বলে জানা গেছে।


আরও পড়ুন: ববিকে জড়িয়ে ধরে চুমু খেলেন নারী ভক্ত!


রনক রায়হান দৈনিক জনবাণীকে বলেন, গান গুলোতে নতুনত্ব খুঁজে পাবে শ্রোতারা। আমি চেষ্টা করেছি গতানুগতিকের বাহিরে কিছু করার। আশাকরি প্রতিটি গান সকল শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলবে।


গান গুলো নিয়ে বেশ আশাবাদী বলে জানান কণ্ঠশিল্পী সফি মন্ডল।


জেবি/এসবি