বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ দেশের রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ১৪টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতরা।
সোমবার (২৯ জানুয়ারি) সোয়া ৪টার দিকেতাঁরা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে সব শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এ সময় বঙ্গবন্ধু ভবনে পরিদর্শন বইতে নিজ নিজ দেশের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে জনতা ব্যাংকের কাশিয়ানী শাখা উদ্বোধন
রাষ্ট্রদূতরা হলেন, স্লোভাক প্রজাতন্ত্রের রবার্ট মেক্সিয়ান, স্লোভেনিয়ার মাতেজা ভদেব ঘোষ, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গানবোল্ড ডাম্বাজাভ, উত্তর মেসিডোনিয়ার স্লোবোডান জুনব, পেরুর জাভিয়ের ম্যানুয়েল পাউলিনিচ ভেলার্দে, উরুগুয়ের আলবার্ট এ গুয়ানি, ভেনেজুয়েলার ক্যাপায়া রদ্রিগেজ গঞ্জালেজ, বতসোয়ানার গিলবার্ড সাইমন ম্যাঙ্গলি, কম্বোডিয়ার কয়কুং, চেক প্রজাতন্ত্রের ড. ইলিছকা জিগোভা, গাম্বিয়ার মুস্তফা জাওয়ারা, হাঙ্গেরির ইস্টভান স্যাভো, জামাইকার জেসন কে. হল ও লাক্সেমবার্গের পেগী ফ্রান্টজেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির মাসিক সভা
এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মাহবুবুল আলম ও পুলিশ সুপার আলবেলি আফিফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি/এসবি