নিহত ৩ মার্কিন সেনার নাম প্রকাশ করলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪
জর্ডান সীমান্তে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত হয়েছেন। এ হামলায় নিহত ৩ মার্কিন সেনার নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আহত হয়েছেন ৪০ জনের বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
নিহত মার্কিন সেনারা হলেন, সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং বিশেষজ্ঞ ব্রেওনা অ্যালেক্সসন্ড্রিয়া মফেট (২৩)।
আরও পড়ুন: জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত, আহত ৩৪
যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান-সমর্থিত গ্রুপগুলোকে দায়ী করেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন বলেছে, তারা হিজবুল্লাহর পদচিহ্ন অনুসরণ করেছে। পেন্টাগন আরও বলছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ চায় না।
পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সোমবার সাংবাদিকদের বলেন, আমরা অবশ্যই যুদ্ধ চাই না। পেন্টাগন জানায়, টাওয়ার ২২ নামে পরিচিত চৌকিতে রবিবারের হামলার আগ পর্যন্ত আগের কোনও হামলাতেই মার্কিন সেনা নিহত বা এত বেশি সংখ্যক সেনা আহত হয়নি
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
এদিকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি বলে মনে হচ্ছে। তিনি বলছেন, এই ড্রোনটি শাহেদ ড্রোনের মতো। ড্রোনটি ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে সরবরাহ করছে ইরান।
জেবি/এজে