ফের ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪


ফের ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু
শামসুল হক টুকু - ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ডভোকেট শামসুল হক টুকু।


মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।


এদিন বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচন করা হয়। এরপর ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।


ডেপুটি স্পিকার নির্বাচনের সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।


আরও পড়ুন: টানা চতুর্থবার স্পিকার হলেন শিরীন শারমিন চৌধুরী


এবারের সংসদে স্পিকার পদে শুধু মাত্র তার নামটি প্রস্তাবনায় আসে। তারনাম প্রস্তাব করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। সমর্থন করেন পাবনা-৩ এর সংসদ সদস্য মকবুল হোসেন। আর কোনো নাম না থাকার পরেও কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রস্তাবটি ভোটে দেওয়া হয় এবং সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়।


আরও পড়ুন: মঈন খানকে ছেড়ে দিল পুলিশ


প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ আগস্ট শামসুল হক টুকু প্রথম জাতীয় সংসদের স্পিকার হন। সে সময় একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়েছিল।


জেবি/এসবি