ট্রিউন গ্রুপের হেড অফ ফাইন্যান্স ইমিতিয়াজ আহমেদের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

দেশের শীর্ষস্থানীয় জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ট্রিউন গ্রুপের হেড অফ ফাইন্যান্স জনাব ইমিতিয়াজ আহমেদ (নিপু) একিউট হার্ট অ্যাটাকের পর রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
বুধবার (৩১ জানুয়ারি) মিরপুরে দক্ষিণ পীরেরবাগ বাইতুন নূর জামে মসজিদে নামাজে জানাজার পর মরহুমকে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য বন্ধুবান্ধব রেখে গেছেন।
আরও পড়ুন: কুবিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
ট্রিউন গ্রুপের সবচেয়ে দীর্ঘকালীন কর্মরতদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। মরহুম জনাব ইমিতিয়াজ এই প্রতিষ্ঠানে ৩৫ বছরের অধিক অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে দায়িত্ব পালন করে গেছেন। ট্রিউন গ্রুপের ম্যানেজমেন্ট এবং সকল সহকর্মী তাঁর অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে : চিফ প্রসিকিউটর

হাসিনার বিন্দুমাত্র অনুশোচনা নেই, এখনও প্রতিশোধপরায়ণ: আসিফ নজরুল

জাতীয় সরকার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই হবে ক্ষমতা হস্তান্তর: আসিফ মাহমুদ
