ইয়াফেস ওসমানকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে সংবর্ধনা অনুষ্ঠান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪


ইয়াফেস ওসমানকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে সংবর্ধনা অনুষ্ঠান
ছবি: জনবাণী

বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমান মহোদয় টানা চতুর্থবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া উপলক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তাকে সংবর্ধনা দিয়েছেন।


বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় একটি সংবর্ধনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি কমিশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এ মহতি আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমান। 


আরও পড়ুন: সংরক্ষিত নারী আসন: আওয়ামী লীগ পাচ্ছে ৪৮, জাপা ২ 



অনুষ্ঠানের শুরুতেই বাপশক এর চেয়ারম্যান ড. মো. শৌকত আকবর উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে মন্ত্রী-কে বরণ করে নেন। 


পরে স্বাগত বক্তব্যে কমিশনের চেয়ারম্যান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক উন্নয়ন লক্ষ্যমাত্রার সকল ধাপে মাননীয় মন্ত্রীর অভুতপূর্ব সাফল্য তাঁকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চারবার মন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন যা তার কর্মদক্ষতার এক অনন্য স্বীকৃতি। মাননীয় মন্ত্রী মহোদয় তাঁর বক্তব্যে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প একটি ঐতিহাসিক প্রকল্প-যার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতোমধ্যেই প্রকল্পটির জ্বালানী প্রকল্প এলাকায় পৌছে গেছে, এখন আমরা দাবী করতে পারি, আমরা পরমাণু যুগে প্রবেশ করেছি। এ বিশাল অর্জনের জন্য তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কে অভিনন্দন জানান। 


আরও পড়ুন: দেশে বছরে অপচয় ১ কোটি ৬ লাখ টন খাদ্য



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. আলী হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. শৌকত আকবর। এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন, মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার প্রধানগণ, কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং কমিশনের পরমাণু বিজ্ঞানীসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 


জেবি/এসবি