আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে ফিরছেন রিয়াদ


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪


আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে ফিরছেন রিয়াদ
মাহমুদউল্লাহ রিয়াদ | ফাইল ছবি

অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে ২০২১ সালের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে আর দেখা যায়নি। ফলে ক্রিকেট প্রেমীরা টি-টোয়েন্টিতে রিয়াদের শেষটা দেখে ফেলেছিলেন। তবে চলমান বিপিএলে ব্যাট হাতে ধারাবাহিকভাবে বেশ ঝলক দেখাচ্ছেন ফরচুন বরিশালের এই অলরাউন্ডার। যাকিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার ফেরার অনেক সম্ভাবনা তৈরি করেছে। এ বিষয় নিয়ে বিসিবির ভাবনার কথা জানিয়েছেন জালাল ইউনুস।


বিসিবির এই ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জাতীয় টি-টোয়েন্টি দলে রিয়াদ ‘অটোমেটিক চয়েজ’ বলে উল্লেখ করেছেন। বুধবার ( ৩০ জানুয়ারি ) মিরপুরে তিনি বলেন, ‘কী বলব! রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যে স্ট্রাইকরেট ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওই স্ট্রাইক রেটেই তো সে টি-টোয়েন্টি দলে অটোমেটিক্যালি চলে আসে। আর এখন তো সে (বিপিএলেও) প্রমাণ করছে নিজেকে। আসলে যে জায়গায় সে খেলছে, সেখানে অটোমেটিক চয়েজ রিয়াদ।’


আরও পড়ুন: ফিক্সিং গুজব উড়িয়ে বরিশালে ফিরছেন শোয়েব মালিক


জালাল ইউনুস আরও বলেন, ‘এই মুহূর্তে সে জাতীয় দলে সুযোগ পাবে কি পাবে না, এই প্রশ্নটাই উঠছে না। সে দারুণ খেলছে, দারুণ পারফর্ম করছে। আমি তো ব্যক্তিগত ভাবে মনে করি, এমনিতেই তার দলে চলে আসা উচিৎ। দ্বিতীয়বার ভাবার কোনো অবকাশ নেই।’


তবে ফর্মে থাকলেও, বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটারদের বয়সটা বড় হিসেবে বিবেচনা হয়। যা নিয়ে বিসিবির এই কর্মকর্তা জানান, ‘ আসলে বয়স কোনো ব্যাপার নয়। সে কতটা ফিট, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ডারসন কিন্তু ৪১ বছর বয়সেও বোলিং করছেন। হ্যা কোনো খেলোয়াড় যদি নিজেকে ফিট রাখে, তাহলে সে খেলা চালিয়ে যেতে পারে। আর যদি পারফর্ম করে, তাহলে তো তাকে দলে রাখতে কোনো অসুবিধা নেই। কারণ সে পারফর্ম করছে। বোলিং-ফিল্ডিংয়েওসে বেশ তৎপর। তাহলে কেন নয়?’


আরও পড়ুন: সাকিব কবে নামবেন ব্যাটিংয়ে?


উল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএলের চলমান দশম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন। যেখানে পাঁচ-ছয় কিংবা সাত নম্বর পজিশনেও এই ব্যাটারকে ব্যাটিং করতে দেখা গেছে। ফলে শেষদিকে খুব একটা বল বেশি খেলার সুযোগ পায়না এই তারকা ক্রিকেটার। এবারে বিপিএল আসরের পাঁচ ম্যাচে টেল-এন্ডারে রিয়াদের ব্যাটিং চিত্রটা ছিল এমন— ১৯* (১১ বল), ২৭ (১৯ বল), ৪, ৩ এবং ৫১* (২৪ বল)।


এমএল/