পঞ্চগড়ে যুবদল সভাপতি ও ছাত্রদল সম্পাদক জেল হাজতে
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪
পঞ্চগড়ে শ্রমিক লীগ নেতার মামলায় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩১ জানয়ারি) বিকেলে পঞ্চগড় আমলী আদালত-১ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জাহিদ হাসান তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: কৃষকের খামারে গিয়ে সাইলেজ তৈরি শিখাচ্ছে প্রকল্প কর্মকর্তা
গত বছরের ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার দিন জেলা শহরের তেঁতুলিয়া রোডে মশাল মিছিল করেন যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।
এ সময় শ্রমিক লীগ নেতা নুরুজ্জামানসহ শ্রমিকলীগ নেতাকর্মীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় আহত নুরুজ্জমান বাদী হয়ে ফেরদৌস ওয়াহিদ রাসেলকে প্রধান করে ৩৫ জনের বিরুদ্ধে মারধর ও ক্ষতিসাধনের অভিযোগে এই মামলা দায়ের করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে হাড়কাঁপানো শীতে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা
জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও আসামী পক্ষের আইনজীবি আব্দুল বারি বলেন, মামলার তিনজন অভিযুক্ত বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের জামিন মঞ্জুর করেন। একই আদেশে ফেরদৌস ওয়াহিদ রাসেল ও রোকনুজ্জামান জাপানকে জেলহাজতে পাঠানো হয়।
আরএক্স/