অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৪


অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই
পুনম পাণ্ডে | ফাইল ছবি

ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৩২ বছর।


এদিন দুপুরে পুনমের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।


এতে বলা হয়েছে, ‘আজকের সকালটা আমাদের জন্য বেশ কঠিন। গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় পুনম পাণ্ডেকে জরায়ু ক্যানসারে হারিয়েছি আমরা। কঠিন এই সময়ে আমরা আপনাদের সবার কাছে সবরকম গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। আমরা সবাই তাকে ভালোবেসে স্মরণ করব।’


আরও পড়ুন: সুহানার সাথে দেখা করতে কোথায় গেলেন অগস্ত্য নন্দা?


পুনম পাণ্ডের ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন আলোচিত এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত সেটা আর করেননি তিনি।


এরপর নিজের কিছু ভিডিও ইউটিউবে আপলোড করে এবং ‘নাশা’ সিনেমায় খোলামেলা অভিনয়ের জন্য আলোচনায় আসেন এই অভিনেত্রী। খোলামেলা পোশাক পরার কারণে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে। তবে এই অভিনেত্রী এসব কোনো কিছুকেই পাত্তা দিতেন না।


এমএল/