Logo

বিশ্ব ইজতেমায় ৭২ যুগলের যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:২১
54Shares
বিশ্ব ইজতেমায় ৭২ যুগলের যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন
ছবি: সংগৃহীত

লাখ লাখ মানুষের পদভারে মুখরিত হয়ে টঙ্গীর তুরাগ নদীর তীর

বিজ্ঞাপন

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় ৭২ টি যৌতুক বিহীন বিবাহ সম্পন্ন হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) শূরায়ে নিজামের অনুষ্ঠিত ইজতেমার দ্বিতীয় দিন বাদ আসর যৌতুক বিহীন এই বিবাহ সম্পন্ন করা হয়।

এদিন সকালে থেকে টঙ্গী শহর এবং এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। লাখ লাখ মানুষের পদভারে মুখরিত হয়ে টঙ্গীর তুরাগ নদীর তীর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের আগ মূহুর্ত পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। লাখো মুসল্লীর ইবাদত বন্দেগির মধ্যে শনিবার বিশ্ব ইজতেমার অন্যতম প্রধান আকর্ষণ ছিল যৌতুক বিহীন বিয়ের কার্যক্রম। সম্পূর্ণ ইসলামি শরিয়া মোতাবেক তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার বয়ানের মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন এই বিয়ের আসর ।

কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন করা হয় বিবাহের কার্যক্রম। আর এজন্য সকাল থেকেই অভিভাবকরা হবু বর-বধুর নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ানের মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবনের জন্য দোয়া করা হয় এবং মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইজতেমা আয়োজক কমিটির সংবাদমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার বাদ আসর ভারতের মাওলানা জোবায়রুল হাসান এই বিবাহ পড়ান।

বিবাহতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানা ধার্য হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমপরিমাণ অর্থ।

বিজ্ঞাপন

বরিশালের ব্যবসায়ী ফাইজুল হক জানান, আমি তাবলিগ জামাতের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আছি। আমার অনেক ইচ্ছে ছিল বিশ্ব ইজতেমায় এসে বিবাহ করার। শনিবার (৩ ফেব্রুয়ারি) আমার সেই আশা পূরণ হয়েছে। সকলের কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD