বিশ্ব ইজতেমা: টঙ্গীতে অনুষ্ঠিত হলো বৃহত্তম জুমার নামাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৭ পিএম, ২রা ফেব্রুয়ারি ২০২৪

টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠে লাখ লাখ মুসুল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমা’র জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশ বিদেশের আগত মুসুল্লিসহ জুমার এই জামাতে গাজীপুর ও আশপাশের ধর্মপ্রাণরা অংশ নেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে জুমা’র নামাজের আযান হয়। ১ টা ৩৬ মিনিটে জুমা’র খুৎবা শুরু হয়। ১ টা ৪৬ মিনিটে নামাজ পড়ানো শুরু করেন মওলানা জুবায়ের।
সরেজমিনে দেখা যায়, ইজতেমা ময়দানের ১৬০ একর জায়গা ছাপিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপড়া রোড, তুরাগের দুই পাড়, বাসাবাড়ির ছাদসহ আশপাশের বিভিন্ন এলাকা মুসুল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দেশের লাখ লাখ মুসুল্লি ছাড়াও ৪৭ টি দেশের ২ হাজারের অধিক মুসুল্লি নামাজে অংশ নেন। নামাজ শেষে ইজতেমায় আগত মুসুল্লিরা ময়দানে অবস্থান নেন। আশপাশ থেকে আসা মুসুল্লিরা পায়ে হেঁটে ময়দান থেকে চলে যান৷ অতিরিক্ত মানুষের চাপের ফলে পুরো এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ইজতেমায় আরও এক মুসল্লির প্রাণহানি
জুমা’র নামাজ আদায় করতে কয়েকটি সড়ক ও ফাঁকা জায়গায় ২-৩ ঘণ্টা আগেই মুসুল্লিরা বসে যান। অনেকেই জায়গা না পেয়ে যে যেখানে পারেন নামাজের জন্য বসে যান৷ ইজতেমা ময়দানের আশপাশে কিছু জায়গায় মহিলাদেরও নামাজের প্রস্তুতি নিতে দেখা যায়।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমা বিশ্বশান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী
তবে ওজুর পানির জন্য ভোগান্তিতে পড়েন মুসুল্লিরা। ময়দানের মধ্যে অবস্থান নেওয়া মুসুল্লিদের ওজুর সমস্যা না হলেও বাহিরের মুসুল্লিরা ভোগান্তিতে পড়েন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

"বিদেশে ৪০ হাজার কোটি টাকার 'গোপন ধনভাণ্ডার' উন্মোচন করলো সিআইসি"

অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজার সম্মেলন বড় সম্ভাবনা: ড. খলিলুর রহমান

৭৭১২ কোটি টাকায় ১১ প্রকল্প অনুমোদন পেল একনেকে
