সীমান্তে গোলাগুলি: ৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪


সীমান্তে গোলাগুলি: ৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাজনিত কারণে জেলার ৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।


রবিবার  (৪ ফেব্রুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


তিনি জানান, “সকাল থেকে মিয়ানমারের সীমান্ত এলাকার অভ্যন্তরে গোলাগুলি বৃদ্ধি পাওয়ায় সীমান্ত এলাকার বাইশ ফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।”


আরও পড়ুন: মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি আহত


এর আগে রবিবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি। এতে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। ফলে আতঙ্কে তুমব্রু সীমান্তের কাছে দুই গ্রামের প্রায় ৩ হাজার বাংলাদেশি অন্যত্র আশ্রয় নিয়েছেন।


আরও পড়ুন: মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী পালিয়ে আশ্রয় নিয়েছে তুমব্রু বিজিবি ক্যাম্পে


বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, “এ ঘটনায় আমরা সীমান্তের কয়েকটি সড়কে সাময়িকভাবে যান চলাচল সীমিত করে দিয়েছি এবং সীমান্ত লাগায়ো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।”


জেবি/এসবি