৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪


৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’
ফাইল ছবি

ভালোবাসার মাস শুরু হয়ে গেছে। ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ বা গোলাপ দিবস পালনের মধ্য দিয়েই ভ্যালেন্টাইন-উইকের শুরু । 


মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রোজ ডে দিয়েই শুরু হলো ভালোবাসা সপ্তাহ।   লাল হচ্ছে ভালোবাসা এবং আবেগের রং। বেশিরভাগ প্রেমিক ভালোবাসা প্রকাশের জন্য লাল গোলাপ ফুলকেই বেছে নেয়।  


আরও পড়ুন: নাম ধরে ডাক দিলেই সামনে উপস্থিত হয়ে যায় সাপের দল

এছাড়া লাল ও হলুদ, পিঙ্ক ও সাদা গোলাপ ভালোবাসার পবিত্রতা বোঝাতে ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে সাদা গোলাপ ব্যবহার করা হয় শান্তি বোঝাতে। কমলা রঙের গোলাপ আগ্রহ, চাওয়া এবং উৎসাহ বোঝাতে ব্যবহার করা হয়। বলা হয়, বন্ধুত্ব আর প্রেমের মধ্যে সেতু তৈরি করে কমলা রঙের গোলাপ।


আরও পড়ুন: ‘মৃত’ ব্যক্তিকে জীবিত উদ্ধার করে আবার বিয়ে দেওয়া হয়


তবে উপহার হিসেবে গোলাপের চাহিদাই সবার ওপরে। দেরি না করে এখনই গোলাপ দিবসে প্রিয় রঙের ফুল হাতে হাজির হয়ে যান প্রিয় মানুষের কাছে।


জেবি/এসবি