পাকিস্তানে নির্বাচনের আগের দিন জোড়া বিস্ফোরণ, নিহত ২৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৪৪ পিএম, ৭ই ফেব্রুয়ারি ২০২৪


পাকিস্তানে নির্বাচনের আগের দিন জোড়া বিস্ফোরণ, নিহত ২৬
ছবি: সংগৃহত

সাধারণ নির্বাচনের আগের দিন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুইটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ জন।


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) প্রথম হামলাটি হয় বালুচিস্তান প্রদেশের পিশিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় আফগানিস্তান সীমান্তবর্তী কিল্লা সাইফুল্লাহ শহরে প্রাদেশিক রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলাম (জেইউআই) এর একটি কার্যালয়ের কাছে।


আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল চিলির সাবেক প্রেসিডেন্টের


এতে আরও বলা হয়, প্রথম হামলায় ১৪ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হন বলে জানান পিশিন জেলার ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান। কিল্লা সাইফুল্লাহর বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজারি।


ইতোমধ্যে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করে এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। 


আরও পড়ুন: যে কারণে মুকুট হারালেন মিস জাপান


ইসিপির মুখপাত্র বলেছেন, “এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।”


আগামীকাল বৃহস্পতিবার (ফেব্রুয়ারি) সকাল থেকে পাকিস্তানজুড়ে শুরু হবে ১৬তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে ঘটল এই বোমা হামলা। 


জেবি/এসবি