আইএমএফের দৃষ্টিতে বাংলাদেশ ভালো করছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া প্রায় সব লক্ষ্যমাত্রা বাংলাদেশ পূরণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, বাংলাদেশ ভালো করছে বলে মনে করছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে’র সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বাৎসরিক ব্যবসায়িক
মন্ত্রী বলেন, “তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে সামনে মার্চে আইএমএফের মিশন বাংলাদেশে আসবে। ওরা দেখবে আমরা ঠিকভাবে সব কিছু করছি কি না। পরীক্ষায় পাশ করলে আমরা কিস্তির টাকা পাব।”
আরও পড়ুন: বাড়ি-গাড়ি করতে পারবেন না ঋণ খেলাপিরা
বিনিময় হার বাজার ভিত্তিক করার বিষয়ে আইএমএফ কিছু বলেছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “আপাতত ক্রলিং পেগনীতি অনুসারেই বিনিময় হার নির্ধারিত হবে।”
জেবি/এসবি