অদ্ভুত ‘কয়েন টসে’ শিরোপা হাতছাড়া বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। তবে ফাইনালে লড়াই করেও শিরোপা নিজেদের করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ১১ জনের টাইবেকার শটের পরও ম্যাচের ফলাফল না পাওয়ায়, ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় কয়েন টসের মধ্যদিয়ে। যেখানে কপাল পুড়েছে বাংলাদেশেরই।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইবেকারে। আর যেখানে দুই দলই দারুণ নৈপুণ্য দেখিয়ে ২২ গোল করে ম্যাচ সমতায় রাখে। পরবর্তীতে টস করে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষনা করলে আপত্তি জানায় বাংলাদেশ দল। ভারতে উল্লাস করে মাঠ ছাড়লেও মাঠ ছাড়েনি স্বাগতিক মেয়েরা।
আরও পড়ুন: যে কারণে হংকংয়ে খেলেননি, জানালেন মেসি
এদিন ম্যাচের শুরুতেই স্বাগতিক দর্শকদের অনেকটা চুপ করিয়ে দেয় ভারতের মেয়েরা। শিবানী দেবী ম্যাচের ৮ মিনিটের মাথায় লিন্ডার পাস থেকে ভারতকে ১-০ গোলের লিড এনে দেন।
ভারতের মেয়েরা ১৭ মিনিটের সময় আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ মিস করে। ভারতের রাইট উইঙ্গার ডি-বক্সের মধ্যে একা বল পেলেও ক্রসবারের উপর দিয়ে বল পাঠান মাঠের বাইরে।
আরও পড়ুন: শিরোপা জেতার লড়াইয়ে ভারতই প্রতিপক্ষ বাংলাদেশের
এরপর বার বার আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতীতে যায় ভারত।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ মাঠে নেমে গোল শোধ করতে মারিয়া হয়ে ওঠে। আক্রমণের পর আক্রমণ করে ভারতের রক্ষণভাগকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে সমতায় ফেরে বাংলাদেশ দল। ফলে ম্যাচ গড়ায় টাইবেকারে।
এমএল