নাগরিকদের ফেরত নিতে কক্সবাজারের পথে মিয়ানমারের সামরিক জাহাজ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪০ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪


নাগরিকদের ফেরত নিতে কক্সবাজারের পথে মিয়ানমারের সামরিক জাহাজ
ফাইল ছবি

সীমান্ত ভেদ করে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য ও নাগরিকদের ফেরত নিতে সামরিক জাহাজ পাঠাচ্ছে জান্তা সরকার। জাহাজটির শনিবার (১০ ফেব্রুয়ারি) কক্সবাজার উপকূলে পৌঁছানোর কথা রয়েছে।


শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইতোমধ্যে কূটনৈতিক পত্রের মাধ্যমে শনিবার জাহাজ এসে পৌঁছাবে বলে মিয়ানমার আমাদেরকে জানিয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা সব মিয়ানমারের নাগরিককে কক্সবাজার উপকূলে নেওয়া হবে। এরপর জাহাজটি যেহেতু খুব বড় হওয়ায় উপকূলের নিকটে আসতে পারবে না। তাই ছোট ছোট নৌকা বা ট্রলারের মাধ্যমে তাদেরকে জাহাজে তুলে দেওয়া হবে।


আরও পড়ুন: শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করলেন ভারতের রাষ্ট্রপতি


এ পর্যন্ত মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির বিভিন্ন বাহিনীর সদস্যসহ মোট ৩৩০ নাগরিককে টেকনাফের দুটি স্কুলে রাখা হয়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে তারা সেখানে অবস্থান করছেন।


মিয়ানমার থেকে যেই জাহাজটি পাঠানো হচ্ছে এ ধরনের সামরিক জাহাজের সক্ষমতা প্রায় ৫০০ জন বহন করার মতো। ফলে বাংলাদেশে পালিয়ে আসা সবাইকে এই জাহাজে পাঠানো সম্ভব হবে বলে জানান কর্মকর্তারা।


এর আগে, বৃহস্প‌তিবার (৮ ফেব্রুয়ারি) সাপ্তা‌হিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন ব‌লেন, মিয়ানমা‌রের চলমান সংঘাতের কার‌ণে বাংলা‌দে‌শে আশ্রয় নেওয়া সেনা সদস‌্যদের নিরাপত্তার কথা চিন্তা করে গভীর সমুদ্র দিয়ে তা‌দের দে‌শে ফেরত পাঠানো হবে।


আরও পড়ুন: বিআরটিসি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে: তাজুল ইসলাম


উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাখাইন সীমান্তে মিয়ানমারের সরকারি বাহিনী আর বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। সংঘাত চলাকালে প্রায় দুই ব্যাটালিয়ানের অফিসার, সৈনিক, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ এবং কয়েকটি পরিবারের সদস্যরা বাংলাদেশের সীমান্ত দিয়ে পালিয়ে আসেন। প্রথমে তাদেরকে বিমানে ফেরত পাঠাতে চাওয়া হয়েছিল। কিন্তু এতে মিয়ানমার জান্তা সরকার রাজি হয়নি। পরে সমুদ্রপথে তাদেরকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


এমএল/