পাকিস্তানের ভোটে ইমরানের দলের স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪


পাকিস্তানের ভোটে ইমরানের দলের স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়াপাকিস্তানের সাধারণ নির্বাচনের ঘোষিত ফলাফলে এগিয়ে আছেন ইমরান খান সমর্থিত পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা। এখন পর্যন্ত ২৬৫টি আসনের মধ্যে ২৪৪টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা যায়, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৬টি আসনে জয় পেয়েছেন।


এছাড়া নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ-এন ৭০টি আসন, বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি ৫৩টি আসনে জয় পায়। আর ২৫টি আসনে জিতেছেন অপর প্রার্থিরা।


এর আগে, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। কারাগারে বন্দি থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া তার দলের পিটিআইকে এবার নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। ফলে ইমরানের দলের লোকেরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন।


পাকিস্তানে জাতীয় পরিষদে মোট আসনসংখ্যা ৩৩৬টি। এর মধ্যে ২৬৫টিতে ভোট হয়েছে। একটি আসনে প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট হয়নি।  বাকি আসনগুলো সংরক্ষিত। দেশটিতে কোনো দল যদি এককভাবে সরকার গঠন করতে চায় তাহলে মোট ১৩৩টি আসন পেতে হবে। 


জেবি/এসবি