পাকিস্তানে নির্বাচন

ফল প্রকাশে দেরি, আন্দোলনের ডাক দিল পিটিআই


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪


ফল প্রকাশে দেরি, আন্দোলনের ডাক দিল পিটিআই
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাধারণ নির্বাচন শেষে ভোট গণনাও শেষ হয়েছে।  কিন্তু ফল দেরিতে প্রকাশ করায় আগামীকাল আন্দোলনের ডাক দিয়েছে ইমরান খানের দল পিটিআই। রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণ আন্দোলন করবে দলটি। খবর ডনের


জান যায়, পিটিআই নেতা ব্যারিস্টার গহর আলী খান দলীয় কর্মী ও সমর্থকদের আগামীকাল নির্বাচনী এলাকাগুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে এ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।


তিনি বলেন, “ইমরান খানের নির্দেশানুসারে, যে এলাকাগুলোতে আমাদের ফলাফল আটকে রাখা হয়েছিল এবং বিলম্বিত করা হয়েছিল, আমরা সেই তালিকা প্রকাশ করব। তারা ইচ্ছাকৃতভাবে পিটিআইকে দমানোর জন্য ওই আসনগুলোতে দেরিতে ফল প্রকাশ করা হয়েছে।”


আরও পড়ুন: ১৪ মামলায় জামিন পেলেন ইমরান খান


গহর আরও বলেছেন, “প্রতিবাদটি শান্তিপূর্ণ হবে। এটি একটি সাংবিধানিক অধিকার।” 


এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দুইদিন পার হয়ে গেছে। তবে এখনো সব আসনের ফল পাওয়া যায়নি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।


আরও পড়ুন: নির্বাচন নিয়ে বিবৃতি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান


এক টুইটাবার্তায় তিনি বলেছেন, “যদি এবার ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট হতো, তবে পাকিস্তানবাসীকে এ দুর্দিন দেখতে হতো না। অনেক আগেই ফলাফল জানা যেত। ইভিএম মেশিনের মাধ্যমে ভোট করার জন্য অন্তত ৫০টি বৈঠক করেছি কিন্তু সব ভেস্তে গেছে।”


তিনি বলেন, “ব্যালট পেপার গুণতে যে সময় দরকার হয়, ইভিএম মেশিনের মাধ্যমে ভোট হলে এর চেয়ে অনেক কম সময়ে ভোট গণনা করা যায়।”


জেবি/এসবি