অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন র্যাব সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ পিএম, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মোবাইল ও নগদ টাকা খুইয়েছেন মো. সোহাগ মিয়া (২৭) নামের এক র্যাব সদস্য। তিনি র্যাব ১ এর সিপিসি-৩ এ কর্মরত।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়ের ক্রেন ছিঁড়ে পড়ল রেললাইনে
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সোহাগ মিয়ার সহকর্মী, র্যাব সদস্য এসআই শামসু মিয়া।
আরও পড়ুন: হজরত ক্বেবলার পবিত্র ওরশ শরীফ পালিত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অসুস্থ র্যাব সদস্যকে ঢামেক থেকে শনিবার সকালের দিকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন কিছুটা সুস্থ।
জেবি/এসবি