চাঁপাইনবাবগঞ্জে জুয়া খেলার স্পটে র্যাব, আটক ৯

৯ জনকে জুয়ার খেলার সরঞ্জামাদি এবং নগদ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চত্রাজিতপুর ইউনিয়নের ফুলতলায় জুয়া খেলার অপরাধে জুয়ার স্পট থেকে ৯ জুয়ারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব সামজিক যোগাযোগ মাধ্যমে জানায়, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর বাজারের ফুলতলা মোড়স্থ এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার অপরাধে ৯ জনকে জুয়ার খেলার সরঞ্জামাদি এবং নগদ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ ছত্রাজিতপুর মিয়াপাড়ার পারভেজ (৩৫), ছত্রাজিতপুর পান খাকী পাড়ার সিরাজুল ইসলাম (৩৫), ছত্রাজিতপুর ফুলতলার শ্রী আনন্দ সিংহ (৪০), মরদানা তেতুলিয়া পাড়ার, ওমর আলী (৩০) ছত্রাজিতপুর সিরোটোলা মাসুদ রানা (২৮), চন্ডীপুরের নাইম আলী উজ্জল (৩৪), ছত্রাজিতপুর মিয়াপাড়া, দুরুল হুদা বাবু (৩৬), ছত্রাজিতপুর মিয়া পাড়ার শামিম মিয়া (৪৮), ছত্রাজিতপুর মিয়া পাড়া আতিকুর রহমান মিয়া (৩৩) কে জুয়া খেলার অপরাধে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র্যাব।
বিজ্ঞাপন
আরএক্স/








