Logo

‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে’

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
15Shares
‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে’
ছবি: সংগৃহীত

‘করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য সব দেশেই ৬০ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে তো সে তুলনায় কমই বেড়েছে। তবে যেসব পণ্যের মূল...

বিজ্ঞাপন

‘করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অন্যান্য সব দেশেই ৬০ শতাংশ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে তো সে তুলনায় কমই বেড়েছে। তবে যেসব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে সেগুলো যাতে মানুষ কম মূল্যে পণ্য কিনতে পারে তার জন্য টিসিবির ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।’

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় ‘গণমাধ্যমের হাতেখড়ি’ বইয়ের মোড়ক উম্মোচনের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যেসব অসাধু ব্যবসায়ীদের কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।’

তিনি আরো বলেন, ‘দ্রব্যমূল্য যাতে বৃদ্ধি পায় তার জন্য ভেতরে ভেতরে অসাধু ব্যবসায়ীদের বিএনপি তাল দিচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা এখন নানা কথা বলছেন। অথচ তাদের নেতা তারেক জিয়া ও খালেদা জিয়া মিলে বিদেশে টাকা পাচার করতো। তাদের মুখে এসব কথা মানায় না। তাদের সময়ে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই অবস্থা থেকে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে বহির্বিশ্বের সবাই দেশের প্রশংসা করছে। তাতে বিএনপির গাত্রদাহ হচ্ছে। তাই তারা এমন করে।’

বিজ্ঞাপন

অমর একুশে বইমেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই বই মেলা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। এই বইমেলাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ইতিহাস জানবার আগ্রহ হোক, তরুণরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুক, তবেই হবে বইমেলার সফলতা।’

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপিসহ যুবলীগের নেতারা।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD