জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪


জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 


শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মিউনিখের হোটেল বেয়েরিশার হফের সম্মেলনস্থলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। খবর বাসসের।


আরও পড়ুন: অপরাধের ধরন পরিবর্তন হয়েছে: পুলিশ প্রধান


একই স্থানে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর  যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরনের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন।


এসময় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: অস্ত্র প্রতিযোগিতা বন্ধে বিশ্ব নেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর


এবার মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ অংশ নিতে ৩ দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে শেখ হাসিনা রবিবার রাতে মিউনিখ ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছার কথা রয়েছে।


জেবি/এসবি