Logo

গাজায় বর্তমানে যা ঘটছে তা গণহত্যা: প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ২০:৫৬
69Shares
গাজায় বর্তমানে যা ঘটছে তা গণহত্যা: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

শনিবার (১৭ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদ সংস্থা বার্তা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গাজায় বর্তমানে যা ঘটছে তা গণহত্যা  বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকার ও তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার রয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদ সংস্থা বার্তা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) ২০২৪-এ অংশ নিতে বর্তমানে জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এ সাক্ষাৎকার দেন। 

বিজ্ঞাপন

সংবাদ সংস্থাকে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ সব সময়েই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে। গাজাতে যা হচ্ছে আমার মনে হয় এটি গণহত্যা। আমরা কখনো এটি সমর্থন করি না।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “গাজার মানুষের বেঁচে থাকার অধিকার আছে। যা হচ্ছে তা খুব মর্মান্তিক। সুতরাং আমাদের উচিত তাদের সহায়তা করা। এর পাশাপাশি এই যুদ্ধ বন্ধ করা।”

বিজ্ঞাপন

অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষজনের জন্য বাংলাদেশ সহায়তা পাঠিয়েছে এটি উল্লেখ করে শেখ হাসিনা বিশ্ববাসীকে ‘ক্ষতিগ্রস্ত শিশু, নারী ও ফিলিস্তিনের জনগণকে’ সমর্থন ও সাহায্য করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

দক্ষিণ গাজার রাফা শহরে পরিকল্পিত ইসরায়েলি অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা কখনোই এ ধরনের আক্রমণকে সমর্থন করি না।”

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, “ফিলিস্তিনি জনগণের তাদের নিজস্ব রাষ্ট্রের অধিকার থাকা উচিত।” প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য জাতিসংঘের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা উচিত।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD