আজ রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪


আজ রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জার্মানের মিউনিখে ৩ দিনের সরকারি সফর শেষে আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটের রবিবার রাত ৯টা ১০ মিনিটে (স্থানীয় সময়) জার্মানির মুনচেন ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর ছাড়ার কথা রয়েছে।


আরও পড়ুন: আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর


জার্মানিতে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।  বিমানবন্দরে সোমবার (১৯ ফেব্রুয়ায়রি) বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে।

 

আরও পড়ুন: সংরক্ষিত আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ


এর আগে  মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার জার্মানি যান।


জেবি/এসবি